আমার বাড়ি আমার খামার (৩য় সংশোধিত) প্রকল্প, জীবননগর চুয়াডাঙ্গা এর আওতায় প্রতিটি ইউনিয়নে নতুন করে ১৪ টি সমিতি গঠন সম্পন্ন হয়েছে ফলে পূর্বের সমিতি তথা ২য় সংশোধিত সমিতি যা ইতোমধ্যে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থান্তরিত ৫৪ সমিতি সহমোট সমিতির সংখ্যা দাড়িয়েছে ১৩৮। সদস্য বাছাই এবং সঞ্চয় আদায় কার্যক্রম অব্যহত রয়েছে। দারিদ্য পীড়িত নিম্ন আয়ের পরিবার গুলোকে বাছাই করে গঠিত এই সমিতি গুলোতে একটি নিজস্ব তহবিল গঠনের জন্য মাঠ পর্যায়ের কর্মীগণ নিরোলস পরিশ্রম ও প্রকল্প অফিস অব্যহত সহায়তা দিয়ে চলেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর দর্শণকে মাথায় রেখে আমার বাড়ি আমার খামার প্রকল্পের মাধ্যমে দেশের দারিদ্রের দুষ্ট চক্রের বিরুদ্ধে সকল কর্মকর্তা/কর্মচারী অত্যন্ত সচেস্ট ভুমিকা রেখে চলেছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS